কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৯১
আন্তর্জাতিক নং: ১৮৯১
কোন ব্যক্তি বিয়ে করে মহর ধার্য করার আগে মারা গেলে
১৮৯১। আবু বকর ইবন আবু শায়রাহ (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 'আব্দুল্লাহ (রাযিঃ) কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে এক মহিলাকে বিয়ে করার পর মারা গেল; অথচ সে তার সাথে সহবাস করেনি এবং তার জন্য মাহরও ধার্য করেনি। রাবী বলেন, তখন আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ উক্ত মহিলা মাহর পাবে এবং এবং মীরাছও পাবে। আর তাকে 'ইদ্দতও পালন করতে হবে। তখন মা'কিল ইবন সিনান আশজায়ী (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বিরও'য়া বিনত ওয়াশিকের ব্যাপারে এইরূপ ফায়সালা দিতে দেখেছি।
আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
بَاب الرَّجُلِ يَتَزَوَّجُ وَلَا يَفْرِضُ لَهَا فَيَمُوتُ عَلَى ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ فِرَاسٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَدْخُلْ بِهَا وَلَمْ يَفْرِضْ لَهَا قَالَ فَقَالَ عَبْدُ اللهِ لَهَا الصَّدَاقُ وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَالَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ شَهِدْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَضَى فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ بِمِثْلِ ذَلِكَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ.
