কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৭৯
আন্তর্জাতিক নং: ১৭৭৯
ই'তিকাফকারীর স্ত্রীর মসজিদে গিয়ে তার সাথে সাক্ষাত করা
১৭৭৯। ইবরাহীম ইবনুল মুযির হিজামী (রাহঃ) নবী (ﷺ)-এর স্ত্রী সুফিয়া বিনতে হুয়াই (রাযিঃ) থেকে বর্ণিত। রামাযান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ই'তিকাফ করছিলেন। এ সময় সুফিয়া (রাযিঃ) তাঁর সঙ্গে দেখা করতে আসেন এবং রাতের বেলায় তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর তিনি ফিরে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাঁকে বিদায় দেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সুফিয়া যখন মসজিদের ঐ দরজাটির কাছে পৌঁছলেন, যা নবী সহধর্মিনী উম্মে সালামা (রাযিঃ)-এর হুজরার নিকটবর্তী ছিল, তখন দুজন আনসারী তাদেরকে অতিক্রম করে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) -কে সালাম দিয়ে তাড়াতাড়ি পথ চলতে লাগলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের বললেনঃ আস্তে যাও এতো হচ্ছে সুফিয়া বিনত হুয়াই। তাঁরা বললেনঃ সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল (ﷺ)! আর বিষয়টি তাদের জন্য কঠিন মনে হলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের শিরা-উপশিরায় চলাফেরা করে। আমি আশংকা করছিলাম যে, শয়তান তোমাদের অন্তরে কোনরূপ কুধারণা সৃষ্টি করে কি-না?
بَاب فِي الْمُعْتَكِفِ يَزُورُهُ أَهْلُهُ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عُمَرَ بْنِ مُوسَى بْنِ عُبَيْدِ اللهِ بْنِ مَعْمَرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنْ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ الَّذِي كَانَ عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللهِ يَا رَسُولَ اللهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৭৯ | মুসলিম বাংলা