কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৭৬
আন্তর্জাতিক নং: ১৭৭৬
ই'তিকাফকারীর জন্য রোগীর সেবা করা ও জানাযায় উপস্থিত হওয়া
১৭৭৬। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ই'তিকাফকালীন অবস্থায় কেবলমাত্র মানবিক প্রয়োজনে ঘরে যেতাম। আর ঘরে রোগী থাকত, আমি হ্যাঁটতে হ্যাঁটতে তার খোঁজ খবর নিতাম। তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ কালে মানবিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না।
بَاب فِي الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ وَيَشْهَدُ الْجَنَائِزَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ إِنْ كُنْتُ لَأَدْخُلُ الْبَيْتَ لِلْحَاجَةِ وَالْمَرِيضُ فِيهِ فَمَا أَسْأَلُ عَنْهُ إِلَّا وَأَنَا مَارَّةٌ قَالَتْ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانُوا مُعْتَكِفِينَ
