কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৭৩
আন্তর্জাতিক নং: ১৭৭৩
ই'তিকাফকারী মসজিদের একটি স্থান নির্ধারণ করে নেবে
১৭৭৩। আহমাদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ).....'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসের শেষ দশকে ই'তিকাফ করতেন।
(নাফে' র) বলেন, 'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) আমাকে ঐ স্থানটি দেখিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ করতেন।
بَاب فِي الْمُعْتَكِفِ يَلْزَمُ مَكَانًا مِنْ الْمَسْجِدِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَنْبَأَنَا يُونُسُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ
قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ الْمَكَانَ الَّذِي كَانَ يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৭৩ | মুসলিম বাংলা