কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৫৮
আন্তর্জাতিক নং: ১৭৫৮
মানতের সাওম যিম্মায় রেখে ইনতিকাল করলে
১৭৫৮। আব্দুল্লাহ ইবন সা'য়ীদ (রাহঃ)....ইব্‌ন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার বোন রামাযানের দুই মাসের ধারাবাহিক সাওম তার যিম্মায় রেখে ইন্তিকাল করেছেন। তিনি বললেনঃ তোমার বোন ঋণগ্রস্তা থাকলে তুমি কি তা আদায় করতে? সে বললোঃ হ্যাঁ তিনি বললেনঃ আল্লাহর হক তো অধিক আদায়যোগ্য।
بَاب مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ مِنْ نَذْرٍ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ وَالْحَكَمِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَعَطَاءٍ وَمُجاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ قَالَتْ بَلَى قَالَ فَحَقُّ اللهِ أَحَقُّ
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৫৮ | মুসলিম বাংলা