কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৪৪
আন্তর্জাতিক নং: ১৭৪৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
আশহুরে হুরুমের সাওম
১৭৪৪। মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ)....মুহাম্মাদ ইবন ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত। উসামা ইবন যায়দ (রাযিঃ) আশহুরে হুরুমের সাওম পালন করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি শাওয়ালের সাওম পালন কর। তারপর তিনি আশহুরে হুরুমের সাওম পালন করা ছেড়ে দেন, এরপর আমরণ সাওয়ালের সাওম পালন করেন।
أبواب الصيام
بَاب صِيَامِ أَشْهُرِ الْحُرُمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ يَصُومُ أَشْهُرَ الْحُرُمِ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صُمْ شَوَّالًا فَتَرَكَ أَشْهُرَ الْحُرُمِ ثُمَّ لَمْ يَزَلْ يَصُومُ شَوَّالًا حَتَّى مَاتَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৪৪ | মুসলিম বাংলা