কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৮৬
আন্তর্জাতিক নং: ১৬৮৬
সাওম পালনকারীর চুমা দেওয়া প্রসঙ্গে
১৬৮৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) নবী (ﷺ)-এর আযাদকৃত দাসী মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো; যে তার স্ত্রীকে চুমা দিয়েছে। অথচ তারা উভয়ে সাওম পালনকারী। তিনি বললেনঃ তারা উভয়ে সাত্তম ভঙ্গ করেছে।
بَاب مَا جَاءَ فِي الْقُبْلَةِ لِلصَّائِمِ
. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي يَزِيدَ الضِّنِّيِّ عَنْ مَيْمُونَةَ مَوْلَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ رَجُلٍ قَبَّلَ امْرَأَتَهُ وَهُمَا صَائِمَانِ قَالَ قَدْ أَفْطَرَا
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৬৮৬ | মুসলিম বাংলা