কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৭৯
আন্তর্জাতিক নং: ১৬৭৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
সাওম পালনকারীর শিঙ্গা লাগানো প্রসঙ্গে
১৬৭৯। আয়্যুব ইবন মুহাম্মাদ রাকী ও দাউদ ইবন রশীদ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিঙ্গা প্রয়োগকারী এবং গ্রহণকারী সাওম ভঙ্গ করেছে।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ وَدَاوُدُ بْنُ رَشِيدٍ قَالَا حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بِشْرٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান