কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৬৪৯
আন্তর্জাতিক নং: ১৬৪৯
শা'বানের সাওম রামাযানের সাওমের সঙ্গে মিলিয়ে রাখা প্রসঙ্গে
১৬৪৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... রবী'আ ইবনাল গায (রাহঃ) থেকে বর্ণিত। তিনি 'আয়েশা (রাযিঃ) এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ) এর সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ নবী (ﷺ) পূর্ণ শা'বান মাসে সিয়াম পালন করতেন; এমন কি তিনি তা রামাযান মাসের সাথে মিলিয়ে দিতেন।
بَاب مَا جَاءَ فِي وِصَالِ شَعْبَانَ بِرَمَضَانَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ ’كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّى يَصِلَهُ بِرَمَضَانَ’.ى يَصِلَهُ بِرَمَضَانَ
