কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৬৪৭
আন্তর্জাতিক নং: ১৬৪৭
রোযা ও ই'তিকাফের অধ্যায়
সন্দেহের দিনের সিয়াম সম্পর্কে
১৬৪৭। 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)....আবু 'আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি মু'আবিয়া ইব্ন আবু সুফয়ান (রাযিঃ)-কে মিম্বরে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রামাযান মাস আসার আগে মিম্বরে দাঁড়িয়ে বলতেন, সিয়াম তো অমুক অমুক দিন। আর আমরা আগে থেকেই সাওম পালন করে আসছি। এ অভ্যাস অবলম্বন করুক, কাজেই যে চায় সে এ অভ্যাস অবলম্বন করুক, আর যে চায়, সে সাওম পালনের মাস আসা পর্যন্ত বিলম্ব করুক।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي صِيَامِ يَوْمِ الشَّكِّ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ قَبْلَ شَهْرِ رَمَضَانَ الصِّيَامُ يَوْمَ كَذَا وَكَذَا وَنَحْنُ مُتَقَدِّمُونَ فَمَنْ شَاءَ فَلْيَتَقَدَّمْ وَمَنْ شَاءَ فَلْيَتَأَخَّرْ