কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৬৪৫
আন্তর্জাতিক নং: ১৬৪৫
সন্দেহের দিনের সিয়াম সম্পর্কে
১৬৪৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ).....সিলা ইবন যুফার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সন্দেহের দিনে একবার আমরা আম্মার (রাযিঃ) এর কাছে ছিলাম। তখন একটি (ভূণা) বকরী আনা হলো। এ সময় কিছু সংখ্যক লোক দূরে সরে গেল। আম্মার (রাযিঃ) বললেন, যে ব্যক্তি আজ সিয়াম পালন করলো, সে তো আবুল কাসিম (ﷺ) এর নাফরমানী করলো।
بَاب مَا جَاءَ فِي صِيَامِ يَوْمِ الشَّكِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم


বর্ণনাকারী: