কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৬৩৯
আন্তর্জাতিক নং: ১৬৩৯
সিয়ামের ফযীলত প্রসঙ্গে
১৬৩৯। মুহাম্মাদ ইব্ন রুমহ মিসরী (রাহঃ)....সায়ীদ ইবন আবু হিন্দ (রাযিঃ) থেকে বর্ণিত। বানু আমির ইবন সা'সা গোত্রের মুতাররফ বর্ণনা করেন যে, উছমান ইবন আবুল 'আস সাকাফী (রাযিঃ) মুতাররাফের পান করার জন্য দুধ আনতে বলেন। তখন মুতাররাফ বলেনঃ আমি তো সিয়াম পালনকারী। 'উছমান (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়ামও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল।
بَاب مَا جَاءَ فِي فَضْلِ الصِّيَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ أَنَّ مُطَرِّفًا مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ حَدَّثَهُ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ الثَّقَفِيَّ دَعَا لَهُ بِلَبَنٍ يَسْقِيهِ قَالَ مُطَرِّفٌ إِنِّي صَائِمٌ فَقَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’الصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنْ الْقِتَالِ’.


বর্ণনাকারী: