কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১১
আন্তর্জাতিক নং: ১৬১১
মৃতের বাড়ীতে খানা প্রেরণ প্রসঙ্গে
১৬১১। ইয়াহইয়া ইব্‌ন খালাফ ও আবু সালামা (রাহঃ)....আসমা বিনত উমায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন জা'ফর (রাযিঃ) কে শহীদ করা হয়, তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের পরিবারের কাছে আসেন এবং বলেন, জা'ফরের পরিবারকে তাদের মৃত ব্যক্তি নিয়ে ব্যস্ত রাখা হয়েছে। কাজেই, তোমরা তাদের জন্য খানা তৈরী কর।

'আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ এটা সুন্নত হিসাবে পরিগণিত হয়; তবে এটা অহংকার ও প্রদর্শনীর পর্যায়ে পৌঁছে গেলে তা বর্জন করা হয়।
بَاب مَا جَاءَ فِي الطَّعَامِ يُبْعَثُ إِلَى أَهْلِ الْمَيِّتِ
- حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ عَنْ أُمِّ عِيسَى الْجَزَّارِ قَالَتْ حَدَّثَتْنِي أُمُّ عَوْنٍ ابْنَةُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ قَالَتْ لَمَّا أُصِيبَ جَعْفَرٌ رَجَعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِلَى أَهْلِهِ فَقَالَ إِنَّ آلَ جَعْفَرٍ قَدْ شُغِلُوا بِشَأْنِ مَيِّتِهِمْ فَاصْنَعُوا لَهُمْ طَعَامًا قَالَ عَبْدُ اللهِ فَمَا زَالَتْ سُنَّةً حَتَّى كَانَ حَدِيثًا فَتُرِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৬১১ | মুসলিম বাংলা