কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৯৫
আন্তর্জাতিক নং: ১৫৯৫
মৃতের জন্য বিলাপ করায় মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া প্রসঙ্গে
১৫৯৫। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)....আয়েশা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈকা ইয়াহুদী মহিলা মারা যায়। নবী (ﷺ) মহিলাটির জন্য তার পরিবারের লোকদের কান্নাকাটি শুনতে পেয়ে বললেনঃ তার পরিবার পরিজন কান্নাকাটি করছে, আর তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে।
بَاب مَا جَاءَ فِي الْمَيِّتِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ
- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ إِنَّمَا كَانَتْ يَهُودِيَّةٌ مَاتَتْ فَسَمِعَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْكُونَ عَلَيْهَا قَالَ إِنَّ أَهْلَهَا يَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا تُعَذَّبُ فِي قَبْرِهَا
