কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৯০
আন্তর্জাতিক নং: ১৫৯০
মৃতের জন্য কান্নাকাটি করা প্রসঙ্গে
১৫৯০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....হামনা বিনত জাহাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তাকে বলা হলো যে, তার ভাইকে শহীদ করা হয়েছে। তখন তিনি বললেনঃ আল্লাহ তার প্রতি রহম করুন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন" (অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিত ভাবে তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। তারা বললেনঃ তোমার স্বামীকে শহীদ করা হয়েছে। তিনি বললেনঃ আফসোস, আমরা তার জন্য চিন্তিত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ নিশ্চয় স্বামীর প্রতি মহিলাদের এমন ভালবাসা রয়েছে, যা অন্য কিছুতে নেই।
بَاب مَا جَاءَ فِي الْبُكَاءِ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَحْشٍ عَنْ أَبِيهِ عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ أَنَّهُ قِيلَ لَهَا قُتِلَ أَخُوكِ فَقَالَتْ رَحِمَهُ اللهُ وَإِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ قَالُوا قُتِلَ زَوْجُكِ قَالَتْ وَا حُزْنَاهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ لِلزَّوْجِ مِنْ الْمَرْأَةِ لَشُعْبَةً مَا هِيَ لِشَيْءٍ


বর্ণনাকারী: