কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৭৮
আন্তর্জাতিক নং: ১৫৭৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মহিলাদের জন্য জানাযায় অনুসরণ করা প্রসঙ্গে
১৫৭৮। মুহাম্মাদ ইব্ন মুসাফ্ফা (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান। তখন তিনি বলেনঃ তোমরা কেন বসে আছ? তারা বললোঃ আমরা জানাযার অপেক্ষায় আছি। তিনি বললেনঃ তোমরা কি (মৃতের) গোসল করাবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ তোমরা কি জানাযা বহন করবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ তোমরা কি মৃতকে কবরে রাখায় অংশ গ্রহণ করবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ এখানে তোমাদের জন্য গুনাহ ব্যতীত কোন ছাওয়াব নেই, কাজেই তোমরা ফিরে যাও।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي اتِّبَاعِ النِّسَاءِ الْجَنَائِزَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ إِسْمَعِيلَ بْنِ سَلْمَانَ عَنْ دِينَارٍ أَبِي عُمَرَ عَنْ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَإِذَا نِسْوَةٌ جُلُوسٌ قَالَ مَا يُجْلِسُكُنَّ قُلْنَ نَنْتَظِرُ الْجِنَازَةَ قَالَ هَلْ تَغْسِلْنَ قُلْنَ لَا قَالَ هَلْ تَحْمِلْنَ قُلْنَ لَا قَالَ هَلْ تُدْلِينَ فِيمَنْ يُدْلِي قُلْنَ لَا قَالَ فَارْجِعْنَ مَأْزُورَاتٍ غَيْرَ مَأْجُورَاتٍ