কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৭৩
আন্তর্জাতিক নং: ১৫৭৩
মুশরিকদের করব যিয়ারত করা
১৫৭৩। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল ইবন বুখ্তারী ওয়াসিতী (রাহঃ).... সালিম (রাহঃ) এর পিতা ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আরাবী নবী (ﷺ) এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতেন এবং তিনি এরূপ এরূপ ছিলেন। এখন তিনি কোথায়? তিনি বললেনঃ জাহান্নামে। রাবী বলেনঃ এতে সে ব্যথিত হয়। তখন সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার পিতা কোথায়? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যখন মুশরিকের কবর অতিক্রম কর, তখন তাকে জাহান্নামের সংবাদ দিও। রাবী বলেনঃ আরাবী লোকটি এরপর ইসলাম গ্রহণ করলো এবং বললোঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার উপর একটি কাজের দায়িত্ব অর্পণ করেছেন; কাজেই আমি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেছি, তখন তাকে জাহান্নামের সংবাদ দিয়েছি।
بَاب مَا جَاءَ فِي زِيَارَةِ قُبُورِ الْمُشْرِكِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَبِي كَانَ يَصِلُ الرَّحِمَ وَكَانَ وَكَانَ فَأَيْنَ هُوَ قَالَ فِي النَّارِ قَالَ فَكَأَنَّهُ وَجَدَ مِنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَيْنَ أَبُوكَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حَيْثُمَا مَرَرْتَ بِقَبْرِ مُشْرِكٍ فَبَشِّرْهُ بِالنَّارِ قَالَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ بَعْدُ وَقَالَ لَقَدْ كَلَّفَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تَعَبًا مَا مَرَرْتُ بِقَبْرِ كَافِرٍ إِلَّا بَشَّرْتُهُ بِالنَّارِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫৭৩ | মুসলিম বাংলা