কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৫২
আন্তর্জাতিক নং: ১৫৫২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতকে কবরে রাখা প্রসঙ্গে
১৫৫২। হারুন ইবন ইসহাক (রাহঃ).... আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে কিবলার দিক থেকে কবরে রাখা হয় এবং তাঁর চেহারা মুবারক কিবলামুখী রাখা হয়। (এবং তাঁর রওযায় পানি ছিটিয়ে দেওয়া হয়)।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أُخِذَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَاسْتُقْبِلَ اسْتِقْبَالًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫৫২ | মুসলিম বাংলা