কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৪৪
আন্তর্জাতিক নং: ১৫৪৪
 জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযার জন্য দাঁড়ান
১৫৪৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি জানাযা দেখে দাঁড়িয়ে যান, তখন আমরাও দাঁড়ালাম। অবশেষে তিনি বসলেন এবং আমরাও বসলাম।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الْقِيَامِ لِلْجِنَازَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَامَ رَسُولُ اللهِ  صلى  الله عليه وسلم صلى الله عليه وسلم لِجِنَازَةٍ فَقُمْنَا حَتَّى جَلَسَ فَجَلَسْنَا