আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৮১
১৮০৬. যুদ্ধে মহিলাদের মশক নিয়ে লোকদের নিকট যাওয়া
২৬৮৩। আবদান (রাহঃ) .... সা‘লাবা ইবনে আবু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) মদীনার কিছু সংখ্যক মহিলার মধ্যে কয়েকখানা (রেশমি) চাঁদর বন্টন করেন। তারপর একটি ভাল চাঁদর অবশিষ্ট রয়ে গেল। তাঁর কাছে উপস্থিত একজন তাঁকে বললেন, হে আমীরুল মুমিনীন! এ চাঁদরটি আপনি রাসূলুল্লাহ (ﷺ)- এর নাতিন উম্মে কুলসুম বিনতে আলী (রাযিঃ) যিনি আপনার কাছে আছেন, তাঁকে দিয়ে দিন। উমর (রাযিঃ) বলেন, উম্মে সালীত (রাযিঃ) এই চাঁদরটির অধিক হকদার। উম্মে সালীত (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)- এর হাতে বায়আত গ্রহণকারিণী আনসার মহিলাদের একজন। উমর (রাযিঃ) বলেন, কেননা, উম্মে সালীত (রাযিঃ) উহুদের যুদ্ধে আমাদের কাছে মশক (ভর্তি পানি) বহন করে নিয়ে আসতেন। আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) বলেন, تَزْفِرُ অর্থ তিনি সেলাই করতেন।


বর্ণনাকারী: