কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৩৭
আন্তর্জাতিক নং: ১৫৩৭
নাজাশীর জানাযার সালাত প্রসঙ্গে
১৫৩৭। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)....হুযায়ফা ইবন উসায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে বের হন এবং বলেনঃ অন্যদেশে তোমাদের এক ভাই ইন্তিকাল করেছে। তোমরা তার জানাযার সালাত আদায় কর। তারা বললোঃ তিনি কে? নবী (স) বললেনঃ নাজাশী।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى النَّجَاشِيِّ
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بِهِمْ فَقَالَ صَلُّوا عَلَى أَخٍ لَكُمْ مَاتَ بِغَيْرِ أَرْضِكُمْ قَالُوا مَنْ هُوَ قَالَ النَّجَاشِيُّ


বর্ণনাকারী: