কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫২৪
আন্তর্জাতিক নং: ১৫২৪
আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৪। 'আম্মার ইব্‌ন খালিদ ওয়াসিতী ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) ....জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুনাফিক নেতা মদীনায় মারা যায়। সে তার জানাযার সালাত নবী (ﷺ) কে আদায় করার ওসীয়ত করে যায়। এবং তার কামিস দ্বারা কাফন দেওয়া হয়। তিনি তার জানাযার সালাত আদায় করেন এবং তাঁর কামিস দ্বারা তার কাফন দেন, আর তিনি তার কবরের পাশে দাঁড়ান। তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেন।

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ

“তাদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।” (সূরা তাওবাঃ৮৪)
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ قَالَ مَاتَ رَأْسُ الْمُنَافِقِينَ بِالْمَدِينَةِ وَأَوْصَى أَنْ يُصَلِّيَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنْ يُكَفِّنَهُ فِي قَمِيصِهِ فَصَلَّى عَلَيْهِ وَكَفَّنَهُ فِي قَمِيصِهِ وَقَامَ عَلَى قَبْرِهِ فَأَنْزَلَ اللهُ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫২৪ | মুসলিম বাংলা