কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫১২
আন্তর্জাতিক নং: ১৫১২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
রাসূল (ﷺ) এর ছেলের জানাযা এবং তার ওফাতের বর্ণনা
১৫১২। আব্দুল্লাহ ইবন ইমরান (রাহঃ) ….. হুসাইন ইবন আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর পুত্র কাসিম যখন ইন্তিকাল করেন, তখন খাদীজা (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! কাসিমের জন্য প্রচুর দুধ রয়েছে, আল্লাহ যদি তাকে দুধপানের সময়সীমা পর্যন্ত জীবিত রাখতেন। তখন রাসূলাল্লাহ (ﷺ) বললেনঃ তার দুধ পানের সময়কাল জান্নাতে পূর্ণ করা হবে। খাদীজা (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি তা জানতাম, তাহলে তার ব্যাপারে আমি শান্তি লাভ করতাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহর কাছে দু'আ করি এবং তার শব্দও তোমাকে শোনান হবে। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কথায় বিশ্বাসী।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى ابْنِ رَسُولِ اللهِ ﷺ وَذِكْرِ وَفَاتِهِ
- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عِمْرَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي الْوَلِيدِ عَنْ أُمِّهِ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ أَبِيهَا الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ قَالَ لَمَّا تُوُفِّيَ الْقَاسِمُ ابْنُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَتْ خَدِيجَةُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَرَّتْ لُبَيْنَةُ الْقَاسِمِ فَلَوْ كَانَ اللهُ أَبْقَاهُ حَتَّى يَسْتَكْمِلَ رِضَاعَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’إِنَّ إِتْمَامَ رَضَاعِهِ فِي الْجَنَّةِ قَالَتْ لَوْ أَعْلَمُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَهَوَّنَ عَلَيَّ أَمْرَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنْ شِئْتِ دَعَوْتُ اللهَ تَعَالَى فَأَسْمَعَكِ صَوْتَهُ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَلْ أُصَدِّقُ اللهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم’.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫১২ | মুসলিম বাংলা