কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৭৮
আন্তর্জাতিক নং: ১৪৭৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযায় উপস্থিত হওয়া প্রসঙ্গে
১৪৭৮। হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ).... আবু আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি জানাযার অনুসরণ করে, সে যেন খাটের চারদিকে ধারণ করে। কেননা, এটা হলো সুন্নত। তারপর সে ইচ্ছা করলে ধরতেও পারে, আর যদি চায় তবে ত্যাগও করতে পারে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي شُهُودِ الْجَنَائِزِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ مَنْصُورٍ عَنْ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ مَنْ اتَّبَعَ جِنَازَةً فَلْيَحْمِلْ بِجَوَانِبِ السَّرِيرِ كُلِّهَا فَإِنَّهُ مِنْ السُّنَّةِ ثُمَّ إِنْ شَاءَ فَلْيَتَطَوَّعْ وَإِنْ شَاءَ فَلْيَدَعْ