কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৭১
আন্তর্জাতিক নং: ১৪৭১
নবী(ﷺ) এর কাফন প্রসঙ্গে
১৪৭১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ). ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে তিনখানা কাপড়ে কাফন পরানো হয়, যা হলোঃ তাঁর ওফাতকালীন সময়ে পরিহিত কামিস এবং নাজরানের তৈরী দু'টি চাদর।
بَاب مَا جَاءَ فِي كَفَنِ النَّبِيِّ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كُفِّنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فِي ثَلَاثَةِ أَثْوَابٍ قَمِيصُهُ الَّذِي قُبِضَ فِيهِ وَحُلَّةٌ نَجْرَانِيَّةٌ
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪৭১ | মুসলিম বাংলা