আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৬৭৪
আন্তর্জতিক নং: ২৮৭১

পরিচ্ছেদঃ ১৮০০. নবী (ﷺ)-এর উষ্ট্রী প্রসঙ্গে। ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) উসামাকে কাসওয়া নামক উষ্ট্রীর পিঠে তার পেছনে বসান। মিসওয়ার (রাহঃ) বলেব, নবী (ﷺ) বলেছেন তার উষ্ট্রী কাসওয়া কখনো অবাধ্যতা প্রকাশ করেনি।

২৬৭৪। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)- এর একটি উষ্ট্রী ছিল যাকে আযবা বলা হত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন