কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৪০
আন্তর্জাতিক নং: ১৪৪০
রোগীর পরিচর্যা প্রসঙ্গে
১৪৪০। সুফয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ) ....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এক রুগ্ন ব্যক্তির পরিচর্যার জন্য তার কাছে উপস্থিত হলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি কিছু খেতে চাও? তুমি কি কা'কা (পারস্য দেশীয় রুটি) খেতে চাও? সে বলে, হ্যাঁ। তখন তারা তার জন্য তা অন্বেষণ করে।
بَاب مَا جَاءَ فِي عِيَادَةِ الْمَرِيضِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ عَنْ الْأَعْمَشِ عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى مَرِيضٍ يَعُودُهُ فَقَالَ أَتَشْتَهِي شَيْئًا أَتَشْتَهِي كَعْكًا قَالَ نَعَمْ فَطَلَبُوا لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪৪০ | মুসলিম বাংলা