কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৪০০
আন্তর্জতিক নং: ১৪০০

পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত ফরয সালাত ও তার হিফাযত প্রসঙ্গে

১৪০০। আবু বাকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) …….ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের নবী (ﷺ)-কে পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তোমাদের রব তা পাঁচ ওয়াক্তে পরিণত করেন।


সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪০০ | মুসলিম বাংলা