কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩৯১
আন্তর্জতিক নং: ১৩৯১

পরিচ্ছেদঃ সালাত ও শোকরানা সিজদা প্রসঙ্গে

১৩৯১। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আবু জাহলের শিরোশ্ছেদের সুসংবাদের দিনে, দুই রাক'আত শোকরানা সালাত আদায় করেন।


সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩৯১ | মুসলিম বাংলা