আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৬৪
১৭৯৩. জিহাদে যে ব্যক্তি অন্যের বাহন পরিচালনা করে
২৬৬৭। কুতাইবা (রাহঃ) .... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বারা’ ইবনে আযিব (রাযিঃ)- কে বলল, আপনারা কি হুনায়নের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)- কে ময়দানে রেখে পলায়ন করেছিলেন? বারা’ ইবনে আযিব (রাযিঃ) বলেন, কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) পলায়ন করেননি। হাওয়াযিনরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা সামনা-সামনি যুদ্ধে তাদের পরাস্ত করলে তারা পালিয়ে যেতে লাগল। এমতাবস্থায় মুসলমানরা তাদের পিছু ধাওয়া না করে গনীমতের মাল সংগ্রহে মনোনিবেশ করল। এই সুযোগে শত্রুরা তীর বর্ষণের মাধ্যমে আমাদের আক্রমণ করে বসল। তবে রাসূলুল্লাহ(ﷺ) স্থান ত্যাগ করেননি। আমি তাঁকে তাঁর সাদা খচ্চরটির উপর অটল অবস্থায় দেখেছি। আবু সুফিয়ান (রাযিঃ) তাঁর বাহনের লাগাম ধরে টানছেন; আর রাসূলুল্লাহ(ﷺ) বলছেন, আমি নবী তা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশধর।’
