কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩১৭
আন্তর্জাতিক নং: ১৩১৭
দুই ঈদের সালাতের ওয়াক্ত
১৩১৭। আব্দুল ওয়াহ্হাব ইবন যাহ্হাক (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবন বুসর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একবার লোকদের সাথে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন বের হন। ইমামের বিলম্বে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেনঃ আমরা তো এ সময়ে ঈদের সালাত শেষ করতাম, আর তখন ছিল চাশতের সালাতের সময়।
بَاب فِي وَقْتِ صَلَاةِ الْعِيدَيْنِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّهُ خَرَجَ مَعَ النَّاسِ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحًى فَأَنْكَرَ إِبْطَاءَ الإِمَامِ وَقَالَ إِنْ كُنَّا لَقَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সূর্য কিছু দূর উপরে উঠলে ঈদের নামাযের সময় হয় যা সাধারণত ইশরাক নামাযের সময়। আর সূর্য মধ্য আকাশে স্থির হওয়া পর্যন্ত থাকে । অতএব, বিনা কারণে বেশী দেরি না করা। অবশ্য বিশেষ কোন কারণ থাকলে শেষ ওয়াক্ত পর্যন্ত তথা সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার অল্প পূর্ব পর্যন্ত দেরি করা যেতে পারে। এ বিষয়ে হযরত মুয়াবিয়া থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, তিনি রসূলুল্লাহ স.-এর সাথে দিনের শুরুতে ঈদের নামায পড়েছেন। (নাসাঈ: ১৫৯৪, আবু দাউদ-১০৭০) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৭১, ১৭২)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩১৭ | মুসলিম বাংলা