কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৩১০
আন্তর্জাতিক নং: ১৩১০
একই দিনে দুই ঈদ একত্রিত।
১৩১০। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …. ইয়াস ইবন আবু রামলা আশ্-শামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক ব্যক্তিকে যায়দ ইবন আরকাম (রাযিঃ)-এর কাছে জিজ্ঞাসা করতে শুনেছিঃ আপনারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে একই দিন দুই ঈদে ( ঈদ ও জুমু'আ) শরীক হয়েছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ। প্রশ্নকারী বললেন তিনি তা কিভাবে সম্পন্ন করতেন? যায়দ ইবন আরকাম বললেনঃ তিনি প্রথমে ঈদের সালাত আদায় করতেন, তারপর জুমু'আর জন্য অবকাশ দিতেন। এরপর বলতেনঃ যে (জুমু'আর) সালাত আদায় করতে চায়, সে যেন তা আদায় করে নেয়।
بَاب مَا جَاءَ فِيمَا إِذَا اجْتَمَعَ الْعِيدَانِ فِي يَوْمٍ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ الشَّامِيِّ، قَالَ سَمِعْتُ رَجُلاً، سَأَلَ زَيْدَ بْنَ أَرْقَمَ هَلْ شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عِيدَيْنِ فِي يَوْمٍ قَالَ نَعَمْ . قَالَ فَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ صَلَّى الْعِيدَ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ ثُمَّ قَالَ " مَنْ شَاءَ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ " .
