কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩০৫
আন্তর্জাতিক নং: ১৩০৫
ঈদের সালাতে বর্শা সুতরা হিসেবে
১৩০৫। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) ......... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদ অথবা অন্য কোন সালাত আদায়কালে নবী (ﷺ)-এর সামনে বর্শা পুঁতে দেওয়া হতো। তিনি সেদিকে ফিরে সালাত আদায় করতেন এবং লোকেরা তাঁর পেছনে সালাত আদায় করতেন।
নাফি' বলেনঃ এ থেকেই আমীর-উমরাগণ এ পদ্ধতি অবলম্বন করেন।
بَاب مَا جَاءَ فِي الْحَرْبَةِ يَوْمَ الْعِيدِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى يَوْمَ عِيدٍ أَوْ غَيْرَهُ نُصِبَتِ الْحَرْبَةُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ مِنْ خَلْفِهِ ‏.‏ قَالَ نَافِعٌ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩০৫ | মুসলিম বাংলা