কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৩০২
আন্তর্জাতিক নং: ১৩০২
ঈদের দিনে দফ বাজানো প্রসঙ্গে
১৩০২। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ)......... আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়ায আশ'আরী (রাযিঃ) আম্মার নামক স্থানে ঈদের সালাতে উপস্থিত হন। তখন তিনি বললেনঃ তোমরা এমন ধরনের দয় কেন বাজাচ্ছো না, যেমনটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সামনে বাজানো হতো?
بَاب مَا جَاءَ فِي التَّقْلِيسِ يَوْمَ الْعِيدِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ عَامِرٍ، قَالَ شَهِدَ عِيَاضٌ الأَشْعَرِيُّ عِيدًا بِالأَنْبَارِ فَقَالَ مَالِي لاَ أَرَاكُمْ تُقَلِّسُونَ كَمَا كَانَ يُقَلَّسُ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .


বর্ণনাকারী: