কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১২৬৭
আন্তর্জাতিক নং: ১২৬৭
ইসতিসকার (বৃষ্টি প্রার্থনার) সালাত প্রসঙ্গে
১২৬৭। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).....'আব্বাস ইবন তামীম (রাহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন যে, একবার নবী (ﷺ) ইসতিসকার সালাত আদায়ের জন্য মাঠের দিকে বের হন, তখন তিনি তাঁর সঙ্গে ছিলেন। নবী (ﷺ) কিবলার দিকে মুখ করে তাঁর চাদর উল্টিয়ে দু' রাক'আত সালাত আদায় করেন।
মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ)...... 'আব্বাদ ইবন তামীম (রাযিঃ)-এর চাচার সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
সুফয়ান (রাহঃ) মাস'উদী (রাহঃ) থেকে বর্ণনা করেনঃ একদা আমি আবু বকর ইবন মুহাম্মাদ ইবন 'আমরকে জিজ্ঞাসা করলামঃ তিনি কি চাদরের উপরিভাগ নীচের দিকে অথবা ডানদিকের অংশ বামদিকের উপর রেখেছিলেন? তিনি বললেন না, বরং ডানদিকের অংশ বামদিকের উপর রেখেছিলেন।
মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ)...... 'আব্বাদ ইবন তামীম (রাযিঃ)-এর চাচার সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
সুফয়ান (রাহঃ) মাস'উদী (রাহঃ) থেকে বর্ণনা করেনঃ একদা আমি আবু বকর ইবন মুহাম্মাদ ইবন 'আমরকে জিজ্ঞাসা করলামঃ তিনি কি চাদরের উপরিভাগ নীচের দিকে অথবা ডানদিকের অংশ বামদিকের উপর রেখেছিলেন? তিনি বললেন না, বরং ডানদিকের অংশ বামদিকের উপর রেখেছিলেন।
بَاب مَا جَاءَ فِي صَلَاةِ الِاسْتِسْقَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يُحَدِّثُ أَبِي عَنْ عَمِّهِ، أَنَّهُ شَهِدَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ خَرَجَ إِلَى الْمُصَلَّى لِيَسْتَسْقِيَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِمِثْلِهِ . قَالَ سُفْيَانُ عَنِ الْمَسْعُودِيِّ قَالَ سَأَلْتُ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرٍو أَجَعَلَ أَعْلاَهُ أَسْفَلَهُ أَوِ الْيَمِينَ عَلَى الشِّمَالِ قَالَ لاَ بَلِ الْيَمِينَ عَلَى الشِّمَالِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِمِثْلِهِ . قَالَ سُفْيَانُ عَنِ الْمَسْعُودِيِّ قَالَ سَأَلْتُ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرٍو أَجَعَلَ أَعْلاَهُ أَسْفَلَهُ أَوِ الْيَمِينَ عَلَى الشِّمَالِ قَالَ لاَ بَلِ الْيَمِينَ عَلَى الشِّمَالِ .


বর্ণনাকারী: