আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৫০
১৭৮৪. ঘোড়ার কপালের কেশগুচ্ছে কল্যাণ নিবদ্ধ রয়েছে কিয়ামত পর্যন্ত
২৬৫৩। হাফস ইবনে উমর (রাহঃ) .... উরওয়া ইবনে জা‘দ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, ঘোড়ার কপালের কেশগুচ্ছে কিয়ামত পর্যন্ত কল্যাণ রয়েছে। সুলাইমান (রাহঃ) শুবা (রাহঃ) সূত্রে উরওয়া ইবনে আবুল জা‘দ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। হাদীস বর্ণনায় সুলাইমান (রাহঃ)- এর অনুসরণ করেছেন মুসাদ্দাদ (রাহঃ) .... উরওয়া ইবনে আবুল জা‘দ (রাহঃ) থেকে।


বর্ণনাকারী: