কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১১৮৩
আন্তর্জাতিক নং: ১১৮৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
রুকুর আগে কিংবা পরে কুনূত পড়া
১১৮৩। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …….. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফজরের সালাতের দু'আ কুনূত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমরা রুকুর পূর্বে ও পরে দু'আ কুনূত পড়তাম ।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سُئِلَ عَنِ الْقُنُوتِ، فِي صَلاَةِ الصُّبْحِ فَقَالَ كُنَّا نَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

প্রাগুক্ত
tahqiqতাহকীক:তাহকীক চলমান