কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১১২০
আন্তর্জাতিক নং: ১১২০
জুমু'আর সালাতের কিরাআত
১১২০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ......আবু 'ইনাবা খাওলানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জুমু'আর সালাতে (প্রথম রাক'আতে) 'সাব্বিহ ইসমি রাবিক্কাল আলা' সূরাটি এবং (দ্বিতীয় রাকআতে) 'হাল আতাকা হাদীসুল গাশিয়াহ' সূরাটি তিলাওয়াত করতেন।
بَاب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي الصَّلَاةِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي عِنَبَةَ الْخَوْلاَنِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ بِـ ‏(سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى)‏ وَ ‏(هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ)‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১১২০ | মুসলিম বাংলা