কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১১১২
আন্তর্জাতিক নং: ১১১২
ইমামের খুতবা দানকালে মসজিদে প্রবেশ করা
১১১২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)........ জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) কর্তৃক খুতবা দানকালে সুলায়ক গাতাফানী (রাযিঃ) মসজিদে প্রবেশ করেন। তখন তিনি বললেনঃ তুমি কি সালাত আদায় করেছ? সে বললঃ না। তিনি বললেনঃ তুমি দুই রাক'আত সালাত আদায় করে নাও।

রাবী' 'আমর (রাহঃ) সুলায়ক (রাযিঃ)-এর নাম উল্লেখ করেননি।
بَاب مَا جَاءَ فِيمَنْ دَخَلَ الْمَسْجِدَ وَالْإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرًا، وَأَبُو الزُّبَيْرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ الْمَسْجِدَ وَالنَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ ‏.‏ فَقَالَ ‏"‏ أَصَلَّيْتَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَصَلِّ رَكْعَتَيْنِ ‏"‏ ‏.‏ وَأَمَّا عَمْرٌو فَلَمْ يَذْكُرْ سُلَيْكًا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১১১২ | মুসলিম বাংলা