কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১০৭৩
আন্তর্জাতিক নং: ১০৭৩
মুসাফির কোন জনবসতিতে অবস্থান করলে কতদিন সালাত কসর করবে ?
১০৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. 'আব্দুর রহমান ইবন হুমায়দ যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা'ইব ইবন ইয়াযীদ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ মক্কায় অবস্থানকারী সম্পর্কে। আপনি [নবী (ﷺ) কে] কি বলতে শুনেছেন? তিনি বললেনঃ আমি 'আলা ইবন হাদরামী (রাযিঃ)- কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ তাওয়াফে সদরের পর মুসাফির তিনদিন সালাত কসর করবে।
بَاب كَمْ يَقْصُرُ الصَّلَاةَ الْمُسَافِرُ إِذَا أَقَامَ بِبَلْدَةٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ الزُّهْرِيِّ، قَالَ سَأَلْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ مَاذَا سَمِعْتَ فِي، سُكْنَى مَكَّةَ قَالَ سَمِعْتُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ، يَقُولُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثًا لِلْمُهَاجِرِ بَعْدَ الصَّدَرِ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১০৭৩ | মুসলিম বাংলা