কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১০৭১
আন্তর্জাতিক নং: ১০৭১
সফরে নফল সালাত আদায় করা
১০৭১। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) ..... ঈসা ইবন হাফস ইবন আসিম ইবন 'উমর ইবন খাত্তাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ) আমার পিতা আমার কাছে এ মর্মে হাদীস বর্ণনা করেন যে, আমরা এক সফরে ইবন 'উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি আমাদের নিয়ে সালাত আদায় করেন। এরপর আমরা সেখান থেকে তাঁর সাথে ফিরে আসি। রাবী বলেনঃ তিনি একদল লোককে সালাত আদায় করতে দেখে বললেনঃ ঐ সকল লোক কি করছে? আমি বললামঃ নফল সালাত আদায় করছে। তিনি বলেলেনঃ সফরে নফল সালাত আদায় করা জরুরী মনে করলে, আমি সালাত (কসর না করে) পুরোপুরি আদায় করতাম। হে ভাতিজা! সফরে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গী ছিলাম। তিনি তাঁর ইনতিকাল পর্যন্ত সফরে দুই রাকাআতের অধিক সালাত আদায় করেন নি। তারপর আমি আবু বকর (রাযিঃ)-এর সফর সঙ্গী ছিলাম। তিনিও (সফরে) দুই রাক'আতের অধিক সালাত আদায় করেননি। এরপর আমি 'উমর (রাযিঃ)-এর সফর সঙ্গী ছিলাম এবং তিনি (সফরে) দুই রাক'আতের অধিক সালাত আদায় করেননি। তারপর আমি 'উসমান (রাযিঃ)-এর সফর সংগী ছিলাম। তিনিও (সফরে) দুই রাক'আতের অধিক সালাত আদায় করেননি। এমন কি তাঁরা সবাই (এভাবে সালাত আদায় করে) ইনতিকাল করেন। আল্লাহ বলেছেনঃ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মধ্যে তোমাদের জন্য তো রয়েছে উত্তম আদর্শ। (৩৩ঃ২১)।
بَاب التَّطَوُّعِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ عِيسَى بْنِ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، حَدَّثَنِي أَبِي قَالَ، كَنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَصَلَّى بِنَا ثُمَّ انْصَرَفْنَا مَعَهُ وَانْصَرَفَ ‏.‏ قَالَ فَالْتَفَتَ فَرَأَى أُنَاسًا يُصَلُّونَ فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ ‏.‏ قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لأَتْمَمْتُ صَلاَتِي يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ فِي السَّفَرِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ أَبَا بَكْرٍ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ ثُمَّ صَحِبْتُ عُمَرَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ ثُمَّ صَحِبْتُ عُثْمَانَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُمُ اللَّهُ وَاللَّهُ يَقُولُ ‏(لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏)‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ বর্ণনা থেকে প্রমাণিত হয় যে, রসূল স. সফরে ফরযের অতিরিক্ত কোন নামায পড়তেন না। সুতরাং সফরে ছুন্নাত না পড়াতে কোন দোষ নেই। অনুরূপ হাদীস হযরত ইবনে উমার রা. থেকে সহীহ সনদে আরো বর্ণিত হয়েছে মুসলিম-১৪৫২ ও ১৪৫৩ এবং মুসনাদে আহমাদ: ৪৬৭৫ নাম্বার মুসনাদে আহমাদের হাদীসকে শায়খ শুআইব আরনাউত রহ. বুখারীর শর্তে সহীহ বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১০৭১ | মুসলিম বাংলা