কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১০৫৮
আন্তর্জাতিক নং: ১০৫৮
তিলাওয়াতে সিজদার সংখ্যা
১০৫৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সূরা 'ইয়াস্-সামাউন শাককাত' এবং সূরা ইকরা বিসমে রাব্বিকা তিলাওয়াতান্তে সিজদা আদায় করেছি।
بَاب عَدَدِ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي ‏(إِذَا السَّمَاءُ انْشَقَّتْ)‏ وَ ‏(اقْرَأْ بِاسْمِ رَبِّكَ)‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১০৫৮ | মুসলিম বাংলা