কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১০২৩
আন্তর্জাতিক নং: ১০২৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সালাত আদায়কারীর থুথু ফেলা
১০২৩। হান্নাদ ইবন সারী ও 'আব্দুল্লাহ ইবন আমির ইবন যুরারা (রাহঃ)... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি শাবাসা ইবন রিবঈ' (রাযিঃ)-কে তাঁর নিজের সামনে থুথু ফেলতে দেখেন। তখন তিনি বলেনঃ হে শাবাসা! তুমি তোমার সামনে থুথু ফেলবে না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতে নিষেধ করতেন। তিনি আরও বলেছেনঃ কোন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায়, তখন আল্লাহ তার সামনে থাকেন, যতক্ষণ না সে সালাত শেষ করে অথবা কোন খারাপ কথা বলে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْمُصَلِّي يَتَنَخَّمُ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ رَأَى شَبَثَ بْنَ رِبْعِيٍّ بَزَقَ بَيْنَ يَدَيْهِ فَقَالَ يَا شَبَثُ لاَ تَبْزُقْ بَيْنَ يَدَيْكَ فَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَنْهَى عَنْ ذَلِكَ وَقَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا قَامَ يُصَلِّي أَقْبَلَ اللَّهُ عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّى يَنْقَلِبَ أَوْ يُحْدِثَ حَدَثَ سُوءٍ " .
বর্ণনাকারী: