আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮২৭
১৭৬৯. কোন কাফির যদি কোন মুসলমানকে হত্যা করার পর ইসলাম গ্রহণ করে ও দ্বীনের উপর অবিচল থেকে আল্লাহর রাস্তায় নিহত হয়
২৬৩১। হুমায়দী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ (ﷺ)- এর সেখানে অবস্থানকালেই আমি তাঁর কাছে গিয়ে বললাম, ‘ ইয়া রাসূলাল্লাহ! আমাকেও (গনীমতের) অংশ দিন।’ তখন সাঈদ ইবনে আসের কোন এক পুত্র বলে উঠল, ‘ইয়া রাসূলাল্লাহ! তাঁকে অংশ দিবেন না।’ আবু হুরায়রা (রাযিঃ) বললেন, সে তো ইবনে কাউকালের হত্যাকারী। তা শুনে সাঈদ ইবনে আসের পুত্র বললেন, দান (ضان) পাহাড়ের পাদদেশ থেকে আমাদের কাছে আগত বিড়াল মাশি জন্তুটি, (সেই ব্যক্তির) কথায় আশ্চর্যবোধ করছি, সে আমাকে এমন একজন মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে যাকে আল্লাহ তাআলা আমার হাতে সম্মানিত করেছেন এবং যার দ্বারা আমাকে লাঞ্ছিত করেননি। আব্বাস (রাযিঃ) বলেন, পরে তাঁকে অংশ দিয়েছেন কি দেননি তা আমাদের জানা নেই।
সুফিয়ান (রাহঃ) বলেন, আমাকে সাঈদী (রাহঃ) তাঁর দাদার মাধ্যমে আবু হুরায়রা (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) (রাহঃ) বলেন সাঈদী হলেন, আমর ইবনে ইয়াহয়া ইবনে সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আস।