আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮২৪
১৭৬৭. যে ব্যক্তি যুদ্ধকালীন তার নিজের ঘটনাবলী বর্ণনা করে। আবু উসমান (রাহঃ) তা সা‘দ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
২৬২৮। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) .... সায়িব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তালহা ইবনে উবাইদুল্লাহ, সা‘দ, মিকদাদ ইবনে আসওয়াদ এবং আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ)- এর সঙ্গ লাভ করেছি। আমি তাদের কাউকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করতে শুনিনি। তবে তালহা (রাযিঃ)-কে উহুদ যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করতে শুনেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন