কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৯৭৮
আন্তর্জাতিক নং: ৯৭৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
ইমামের নিকটবর্তী স্থানে দাঁড়ানো
৯৭৮। আবু কুরায়ব (রাহঃ).... আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাহাবীদের পেছনে হটতে দেখে বললেনঃ তোমরা সামনে এগিয়ে এসো এবং আমার অনুসরণ কর, যাতে তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। লোকেরা যখন পিছু হটতে থাকে, তখন আল্লাহ তাদের পেছনেই ফেলে রাখেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَنْ يُسْتَحَبُّ أَنْ يَلِيَ الْإِمَامَ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي الأَشْهَبِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ ‏ "‏ تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لاَ يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তাআলা তাদেরকে হটিয়ে দিবেন” এর ব্যাখ্যায় ইমাম নববী রহ. বলেন, يُؤَخِّرَهُمُ الله تَعَالَى عَنْ رَحْمَتِهِ أَوْ عَظِيمِ فَضْلِهِ وَرَفْعِ الْمَنْزِلَةِ وَعَنِ الْعِلْمِ وَنَحْوِ ذَلِكَ “আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমত, মহা অনুগ্রহ, উঁচ্চ মর্যাদা, ইলম এবং এ জাতীয় জিনিস থেকে হটিয়ে দিবেন। (আল মিনহায)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৯৭৮ | মুসলিম বাংলা