কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৯৪৬
আন্তর্জাতিক নং: ৯৪৬
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা
৯৪৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি জানতো যে, সে তার মুসল্লী ভাইয়ের সামনে দিয়ে গেলে তার কি হবে, তবে সে এ ধরনের পদক্ষেপ নেয়ার চাইতে একশত বছর দাঁড়িয়ে থাকা অধিক শ্রেয় মনে করতো।
بَاب الْمُرُورِ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ مَا لَهُ فِي أَنْ يَمُرَّ بَيْنَ يَدَىْ أَخِيهِ مُعْتَرِضًا فِي الصَّلاَةِ كَانَ لأَنْ يُقِيمَ مِائَةَ عَامٍ خَيْرٌ لَهُ مِنَ الْخَطْوَةِ الَّتِي خَطَاهَا ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। সুতরাং সুতরাবিহীন কোন মুসলস্নীর সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। অনুরূপভাবে কোন মুসলস্নী সামনে সুতরা রেখে নামায পড়তে থাকলে তাঁর এবং সুতরার মাঝ দিয়েও অতিক্রম করা যাবে না। তবে কেউ নামাযরত ব্যক্তির ঠিক বরাবর সামনে থাকলে সে কোন একদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। কারণ এটাকে তখন আর অতিক্রম বলা হয় না; বরং বেরিয়ে যাওয়া বা সরে যাওয়া বলা হয়। কোন ব্যক্তি যদি খোলা ময়দান বা বড় মাসজিদে নামায পড়ে, তাহলে নামাযী সিজদার স্থানে তাকিয়ে থাকলে স্বাভাবিকভাবে যত দূর নজর যায় তার বাইরে দিয়ে অতিক্রম করাতে কোন দোষ নেই। এর পরিমাণ ধরা হয়েছে তিন কাতার। অর্থাৎ তিন কাতারের বাইরে দিয়ে অতিক্রম করা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান