কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮৯৪
আন্তর্জাতিক নং: ৮৯৪
দুই সিজ্দার মাঝে বসা
৮৯৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছেনঃ তুমি দুই সিজ্দার মাঝে কুকুরের ন্যায় বসবে না।
بَاب الْجُلُوسِ بَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

ইকআ করতে নবী করীম (সাঃ) নিষেধ করেছেন। এ বৈঠকে উভয় পা খাড়া রেখে গোড়ালীর উপর বসা ধীরস্থিরতার পরিপন্থী। তাই তাশাহহুদের বৈঠকের নিয়ম অনুযায়ী বাম পা বিছিয়ে দিয়ে তার উপর নিতম্ব রেখে শান্তভাবে বসা। তাশাহহুদের বৈঠকের মত হাত দুটি দুই রানের উপর রাখা। ধীরস্থিরভাবে বসার জন্য এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী। এটা হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮৯৪ | মুসলিম বাংলা