আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮১৩
১৭৫৯. যুদ্ধের পর ও ধূলাবালি লাগার পর গোসল করা
২৬১৮। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, খন্দকের যুদ্ধ থেকে যখন রাসূলুল্লাহ (ﷺ) ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন, তখন জিবরাঈল (আলাইহিস সালাম) তাঁর কাছে এলেন, আর তাঁর মাথায় পট্টির ন্যায় ধূলি জমেছিল। তিনি বললেন, আপনি অস্ত্র রেখে দিলেন অথচ আল্লাহর কসম, আমি এখনো অস্ত্র রাখিনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোথায় যেতে হবে? তিনি বনু কুরায়যার প্রতি ইঙ্গিত করে বললেন, এদিকে। আয়িশা (রাযিঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাদের দিকে বেরিয়ে গেলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন