কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ৮৮১
আন্তর্জাতিক নং: ৮৮১
সিজদা করা
৮৮১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'উবাইদুল্লাহ ইবন আকরাম খুযায়ী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি আমার পিতার সঙ্গে 'নামিরা' এলাকায় একটি উচ্চ স্থানে অবস্থান করছিলাম। তখন আমাদের পাশ দিয়ে কতিপয় সওয়ারী অতিক্রম করছিল। পরে তারা রাস্তার এক পাশে অবস্থান নিল। তখন আমার পিতা আমাকে বললেনঃ তুমি তোমার বকরীর পালের সাথে থাক। আমি জেনে আসি যে, তারা কারা? রাবী বলেনঃ এরপর তিনি বেরিয়ে গেলেন এবং আমিও তাঁর কাছে পৌঁছলাম। তিনি ছিলেন রাসূলূল্লাহ (ﷺ)। আমি সালাতে হাযির হলাম এবং তাঁদের সঙ্গে সালাত আদায় করলাম। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সিজদা করার সময়ে তাঁর উভয় বগলের সাদা অংশ দেখতে পেলাম।
ইবন মাজাহ (রাহঃ) বলেনঃ কিছু লোক তাঁকে উবায়দুল্লাহ ইবন 'আব্দুল্লাহ্ও বলতো। আর আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) বলেনঃ আর কিছু লোক তাঁকে আব্দুল্লাহ ইবন উবায়দুল্লাহ্ বলতো।
মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).........আব্দুল্লাহ ইবন আকরাম (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
ইবন মাজাহ (রাহঃ) বলেনঃ কিছু লোক তাঁকে উবায়দুল্লাহ ইবন 'আব্দুল্লাহ্ও বলতো। আর আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) বলেনঃ আর কিছু লোক তাঁকে আব্দুল্লাহ ইবন উবায়দুল্লাহ্ বলতো।
মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).........আব্দুল্লাহ ইবন আকরাম (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
بَاب السُّجُودِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ الْخُزَاعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بِالْقَاعِ مِنْ نَمِرَةَ فَمَرَّ بِنَا رَكْبٌ فَأَنَاخُوا بِنَاحِيَةِ الطَّرِيقِ فَقَالَ لِي أَبِي كُنْ فِي بَهْمِكَ حَتَّى آتِيَ هَؤُلاَءِ الْقَوْمَ فَأُسَائِلَهُمْ . قَالَ فَخَرَجَ وَجِئْتُ - يَعْنِي دَنَوْتُ - فَإِذَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَحَضَرْتُ الصَّلاَةَ فَصَلَّيْتُ مَعَهُمْ فَكُنْتُ أَنْظُرُ إِلَى عُفْرَتَىْ إِبْطَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كُلَّمَا سَجَدَ .
قَالَ ابْنُ مَاجَهْ النَّاسُ يَقُولُونَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ يَقُولُ النَّاسُ عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَصَفْوَانُ بْنُ عِيسَى، وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .
قَالَ ابْنُ مَاجَهْ النَّاسُ يَقُولُونَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ يَقُولُ النَّاسُ عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَصَفْوَانُ بْنُ عِيسَى، وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .


বর্ণনাকারী: